বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

আরো পড়ুন

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবান পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ দাশ আশু বিষয়টি নিশ্চিত করেন।

আশুতোষ দাশ আশু জানান, শনিবার বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাতে শরীরে জ্বর আসে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পরিস্থিতি অবনতি হলে দুপুরে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৬টা ৪০মিনিটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পুরো বান্দরবানে শোকের ছায়া নেমে এসেছে।

ইসলাম বেবী ১৯৬৮ সালে বান্দরবান মহকুমা শাখার প্রথম প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এছাড়া তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ও ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভার মেয়র নির্বাচিত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ