খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঠিক করেছে আওয়ামী লীগ।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, গাজীপুরে আজমতউল্লাহ দলের মনোনয়ন পেয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়। সভা শেষে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

