ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে।
অগ্রিম টিকিট বিক্রির এই সময় নির্ধারণ করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ।
সংগঠনটি জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ঈদযাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শুভংকর ঘোষ রাকেশ বলেন, আমরা সব বাসমালিক ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ৭ থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেয়া হবে।

