কালুকে কষ্ট না দেয়ার অনুরোধ ইউটিউবার লুক ডামান্টের

আরো পড়ুন

বাংলাদেশে বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। আর এজন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দিয়েছেন এই ইউটিউবার। একই সঙ্গে তিনি আব্দুল্লাহ কালুকে (অভিযুক্ত বৃদ্ধ) কষ্ট না দেয়ার অনুরোধ জানিয়েছেন।

লুক ডামান্ট বলেন, আমি ভিডিওটি পোস্ট করার পর বাংলাদেশিদের নিকট থেকে এক হাজারেরও বেশি মেসেজ পেয়েছি। তারা নানাভাবেই এই ঘটনার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমার বাংলাদেশ সফর ছিল অবিশ্বাস্য সুন্দর। কিন্তু প্রত্যেক দেশে এমন কিছু বীজ (খারাপ মানুষ) থাকবে। এই অল্প কজন মানুষ কোটি হৃদয়, কোটি কেয়ারিং বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করতে পারে না। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের প্রতিটি অংশকে দেখাতে পেরে, সংস্কৃতিকে তুলে ধরতে পেরে।

তবে ওই বৃদ্ধকে কষ্ট না দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানান লুক ডামান্ট।

তিনি বলেন, আমার অনুরোধ, যদি ওই ব্যক্তিকে বাংলাদেশে দেখেন, দয়া করে তাকে কষ্ট দেবেন না বা কিছু বলবেন না। সবাই জীবনে ভুল করে এবং তার ফল ভোগ করতে হবে, কিন্তু দয়া করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যত্নশীল হোন।

এর আগে অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট এক ফেসবুক পোস্টে বৃদ্ধর সঙ্গে একটি ভিডিও দিয়ে জানান, বাংলাদেশে এই লোকটি পরিহার করুন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ