আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

আরো পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ঢাকায় ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর শনিবার আইপিএলে অংশ নিতে তিনি উড়াল দিয়েছেন ভারতের উদ্দেশে।

শনিবার সকাল ৮টায় একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন মোস্তাফিজ। আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ম্যাচটির আগেই দলের সঙ্গে যোগ দেবেন ‘কাটার মাস্টার’।

দিল্লির একাদশে ফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দলটিতে বিদেশি পেসার হিসেবে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ থাকায় মোস্তাফিজের দিল্লির একাদশে থাকার সম্ভাবনা বেশি।

তবে আইপিএলে সুযোগ পাওয়া বাকি দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের যাওয়া এখনো অনিশ্চিত। বিসিবি এখনো তাদের এনওসি দেয়নি। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তাদের খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। মোস্তাফিজ টেস্ট না খেলায় তাকে সেই বাধ্যবাধকতার মাঝে পড়তে হয়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ