ভারতে ফের বাড়ছে করোনাভাইরাস

আরো পড়ুন

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট এবং করোনার এক্স বিবি ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে আবার ত্রাসের সৃষ্টি করেছে। ব্যতিক্রম নয় ভারতও। বুধবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুহাজার পাঁচশো একান্ন ছাড়িয়েছে। এই সংখ্যা গত পাঁচমাসের মধ্যে সব থেকে বেশি। চিকিৎসকদের আশংকা, সংখ্যাটি বাড়বে। দৈনিক পজিটিভিটি রেট পৌঁছেছে এক দশমিক ৫১ শতাংশে। এই পজিটিভিটি রেট আরো বাড়তে পারে। কলকাতাতেও এই রোগের প্রকোপ দেখা গেছে। একজনের মৃত্যুও হয়েছে। ভারতেও মৃতের সংখ্যা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে যে, করোনার এখনো পুরোপুরি বিদায় নিতে অনেক দেরি।

তারা ভ্যাকসিনের ওপর জোর দিয়েছে। এমনকি যাদের বুস্টার ডোজ নেয়া হয়ে গেছে তাদেরও ছ মাস থেকে একবছরের মধ্যে ফের একটি বুস্টার নিতে পরামর্শ দেয়া হচ্ছে। কো-মরবিডিটি আছে এমন মানুষদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আবার কী তাহলে লকডাউন? বিশেষজ্ঞরা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। কেননা অর্থনীতির অবস্থা সেক্ষেত্রে এতটা বিপন্ন হবে যে মানুষের জীবন ধারণ এর সমস্যা হবে। কিন্তু যেভাবে করোনাভাইরাস এগোচ্ছে তাতে অনিশ্চয়তা দানা বাঁধছে। কলকাতার হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে। কোভিড ওয়ার্ডগুলো আবার সচল করা হতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ