জমি নিয়ে বিরোধের জেরে রুহুলকে হত্যা, তিনজনের যাবজ্জীবন

আরো পড়ুন

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রুহুল আমিনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের করাদণ্ড দেয়া হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন। মামলায় পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত সিরাজুল ও মাসুম সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভুলু একই গ্রামের হাবিব উল্যার ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে রুহুল আমিনকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে আসামিরা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এ সময় তাকে বাঁচাতে ছেলে সুমন মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে রুহুল আমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ওইদিনই সুমন বাদী হয়ে নয়জনের নামে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, রুহুল আমিন হত্যায় তিনজনের যাবজ্জীবন দেয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ