নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবুল কাশেম (৬৫) নামের এক প্রবীণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
র্যাব-১১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গতকাল সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার হয়। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে র্যাব সদস্যরা বাধা দেয়। এসময় স্থানীয়রা দেশিয় অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আসামিকে আটক করে নিয়ে আসে র্যাব সদস্যরা।
তিনি আরো বলেন, আজ শনিবার (১৮ মার্চ) সকালে জানতে পারি একজন মারা গেছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত না। ঐ ঘটনায় র্যাবের চার সদস্য আহত হয়েছেন।
জাগো/আরএইচএম

