শিক্ষাসফরের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ শিক্ষক-শিক্ষার্থী

আরো পড়ুন

মানিকগঞ্জে শিক্ষাসফরের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে গেলেও ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে সোমবার সকাল সাড়ে ৭টার ঘটনাটি ঘটেছে।

বাসে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শরীফুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাসফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটের সামনে বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক উঠেন। বাসের চালক বাসটি স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান।

এসময় বাসের ভেতর থেকে হুড়োহুড়ি করে সবাই নেমে পড়ে। আর দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে যায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, খবর পেয়েই দ্রুত আগুন নিভানো হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছনের অংশে থাকা সাউন্ডবক্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ হতাহত না হলেও পুরো বাসটি পুড়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ