আওয়ামী যুবলীগের যশোর শহর শাখার যুগ্ম-আহ্বায়ক মেহেবুবুল রহমান ম্যানসেলকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
বুধবার (৮ মার্চ) যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের যশোর শহর শাখার যুগ্ম-আহ্বায়ক মেহেবুবুল রহমান ম্যানসেলের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ হয়ে সরকারি অফিসে অনধিকার প্রবেশ করে সরকারি কাজে বাধা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট, সাধারণ জখম, শ্লীলতাহানি, হুমকিসহ হুকুম দানের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

