ওজনে কম দেয়ায় ৪ মুরগি দোকানিকে জরিমানা

আরো পড়ুন

কুমিল্লায় ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার মুরগি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৬ মার্চ) নগরীর বিভিন্ন মুরগি ও মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

অভিযান শেষে কুমিল্লা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, নগরীর রানীর বাজার ও টমছম ব্রিজ বাজার এলাকার মুরগিসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিমাপক যন্ত্রে কারচুপি করায় নূর ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ও পরিমাপক যন্ত্রটি জব্দ করা হয়।

দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ইয়াছিনের মাংসের দোকানকে ১ হাজার টাকা, একই অভিযোগে কুদ্দুছের মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত অভিযানে নগরীর ১১টি মুরগি দোকানের মালিককে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স‌্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল, উপজেলা স‌্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ