গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার

আরো পড়ুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

একইসঙ্গে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকেও পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বিদ্যমান দুটি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদের বিপরীতে গ্রেড-১-এর দুটি সুপারনিউমারারি পদে দুই কর্মকর্তাকে পদায়ন করা হলো।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক গত বছরের ২৯ অক্টোবর ৩৫তম কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বভার গ্রহণ করেন।

এম খুরশীদ হোসেন গত বছরের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের নবম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি (২০২৩) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ