যুক্তরাষ্ট্রে এমপি গোলাপের বাড়ি, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

আরো পড়ুন

আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এই রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়।

রিটের বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, এমপি হওয়ার আগে বিদেশি পাসপোর্ট সারেন্ডার করতে হয়। কিন্তু গোলাপ এমপি হওয়ার পর তা সারেন্ডার করেছেন। এখানে জালিয়াতির বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আর গোলাপ নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কিনেছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ