রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও মালামালের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ভবন মিলনায়তনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা করা হবে বলে অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরে দেশের বাজারগুলোতে মুরগি, ডিমসহ বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। রমজানে চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে পণ্যের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন অনেকে। এমন বাস্তবতায় সভা ডেকেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সভায় প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি। এতে সভাপতিত্ব করবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
এ ছাড়া রাজধানীর সব বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভায় উপস্থিত থাকবেন।

