রাশিয়ার ধন্যবাদ পেলো বাংলাদেশ

আরো পড়ুন

ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে কিংবা বিপক্ষে ভোট না দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত ছিল বাংলাদেশ, প্রতিবেশী তিন দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পূর্ব এশিয়ার বৈশ্বিক পরাশক্তি চীন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সময় শুক্রবার রাতে ঢাকায় রুশ দূতাবাসের টুইটে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘রাশিয়াবিরোধী’ যে প্রস্তাব প্রস্তাব পাস হয়েছে, তা বিশ্বকে ইউক্রেনে সংঘাত বন্ধের দ্বারপ্রান্তে আনবে না।

এতে আরো বলা হয়, ভোটদানে বিরত থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশ।

প্রস্তাবের পক্ষে ভোট দেয় দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪১টি দেশ।

প্রস্তাবে ইউক্রেনে হামলার জন্য ফের রাশিয়ার নিন্দা জানায় জাতিসংঘ। সাধারণ পরিষদ ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের আহবান জানায়।

ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানের বার্ষিকীর প্রাক্কালে ইউএনজিএ প্রস্তাবটি পাস করে, যাতে ‘বড় পরিসরে, যথাযথ ও টেকসইভাবে শান্তি’ প্রতিষ্ঠার আহবান জানানো হয়।

প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ‍৩৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাতটি দেশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ