২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’

আরো পড়ুন

বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেওয়া নিয়ে চলছিল নানা আলাপ। নানা জটিলতা শেষে সরকারের পক্ষ থেকেও নানা আলোচনার পর বাংলাদেশের সিনেমা হলে পাঠান মুক্তি দেওয়ার সবুজ সংকেতও নাকি মিলেছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে পাঠান।

আর বাংলাদেশে পাঠান মুক্তি পাচ্ছে সে বিষয়ে খোদ শাহরুখও অবগত আছেন। সম্প্রতি টুইটে এক বাংলাদেশির করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশাহ।

আবিদ শাহরিয়ার নামে বাংলাদেশি শাহরুখকে প্রশ্ন করেছেন, ‘আপনাকে বাংলাদেশের মানুষরা কি পরিমাণ ভালোবাসে, সে বিষয়ে আপনার কোন ধারণা-ই নেই। বিশেষ করে আমি আপনাকে অন্ধের মত ভালোবাসি। আপনাকে আমরা কবে বাংলাদেশে দেখতে পাব?’ সেই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমি জেনেছি, সেখানে (বাংলাদেশে) খুব শিগগিরই ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে।’

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। এরপর চলচ্চিত্রের ১৯ সংগঠন দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে সম্মতি দিয়েছে বলে জানা যায়। আর সেই সম্মতির ভিত্তিতেই শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হতে চলেছে।

এদিকে ‘পাঠান’ মুক্তির বিষয়ে সব প্রস্ততি নিয়ে রেখেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার, পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, অনুমোদন পেলে আগামী ২৪ তারিখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ