বগুড়ায় নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরি করায় জরিমানা

আরো পড়ুন

বগুড়ায় নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে সোমবার দুপুরে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এই জরিমানা করা হয়।

জানা যায়, সোমবার দুপুরে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় রফাত দই ঘরের অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় এই প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই মিষ্টি প্রস্তুত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক নুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, এই প্রতিষ্ঠানে অপরিস্কার ও নোংরা পরিবেশে দই-মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। যা খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমন পরিবেশে যেন দই-মিষ্টি তৈরি না করে সে বিষেয়ে প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ