ঝিনাইদহ সদরে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের চাপায় মিলন ব্যাপারি (৩৫) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আব্দুর ছাত্তার নামে আরো একজন আহত হয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের উপজেলার হাটগোপালপুর কলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন ব্যাপারি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মিলন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চুয়াডাঙ্গাগামী সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেলেও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

