কক্সবাজারে উখিয়া ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে নুর কায়েস বেগম (২৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ক্যাম্প ৮ ইস্টের বি-৭৫ ব্লকের বাসিন্দা নজুম উদ্দিনের স্ত্রী নুর কায়েসকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান আরফাত হোসেন নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় অভিযুক্ত আরফাতকে ধরার চেষ্টা চলছে। কেন এ ঘটনা ঘটলো, সেটি তদন্ত করা হচ্ছে।

