ড্রেসিংরুমে প্রকাশ্যে খালেদ মাহমুদের ধূমপান

আরো পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

মিরপুরে বরিশালের দেয়া ১৭০ রানের জবাবে ব্যাট করছিল খুলনা। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান। এমন সময় মাঠে থাকা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে খুলনার ড্রেসিংরুমের একটি দৃশ্য।

সেখানে দেখা যায় প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। যদিও ওই সময় তার দৃষ্টি ছিল ম্যাচের দিকেই। শেষ পর্যন্ত ম্যাচে জয় পায় খুলনা।

বিপিএলে এমন ঘটনা নতুন নয়। গত আসরে মাঠেই ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ। এমন আচরণের জন্য সেবার তাকে শাস্তিও পেতে হয়েছিল।

এর আগে এই ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের সাক্ষী হন সমর্থকরা। পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। নিরাপত্তার জন্য ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। প্রায় ১০ মিনিট পর শুরু হয় খেলা।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ