কবে মা হচ্ছেন জানালেন নায়িকা মাহিয়া মাহি

আরো পড়ুন

১২ সেপ্টেম্বর চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, দুই মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সে হিসাবে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকা। এখন খুব বেশিদিন নেই মা হতে যাওয়ার। এবার কবে মা হতে যাচ্ছেন সে কথা জানিয়েছেন এই নায়িকা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অভিনেত্রী জানান, আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

কয়েক মাস ধরে রাজনীতির সঙ্গে সক্রিয় মাহি। মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছেন এই অভিনেত্রী। আপাতত বৈবাহিক জীবনে প্রথম সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় নিজের মায়ের বাড়িতে উঠেছেন মাহি।

‘অগ্নি’ সিনেমার নায়িকা বলেন, আমি নিয়মিত শরীর চেকআপ করছি। ইনজেকশন নিচ্ছি। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যে সন্তান জন্ম হতে পারে। আমি মা হবো। এ কথা শোনার পর পরিবারের সদস্যরা এখন বেশি বেশি যত্ন নিচ্ছে আমার। আমিও নিজের প্রতি খেয়াল রাখছি সবসময়।

মা হতে যাওয়ার এই অনুভূতি যে মহাআনন্দের সেটাও স্পষ্ট হলো নায়িকার কথায়। বলেন, ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন আমি টের পাচ্ছি। ওর অস্তিত্ব বুঝতে পারছি। এই আনন্দে যেন তর সইছে না। নতুন অতিথিকে স্বাগত জানাতে আমার মায়ের ও শ্বশুরবাড়ি প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ