ছয় কলেজে কেউ পাস করেনি

আরো পড়ুন

২০২২ সালের এইসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে ছয়টি কলেজ থেকে কেউ পাস করেনি। এসব কলেজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

কলেজগুলো হচ্ছে, হাজি নুরুল ইসলাম কলেজ, গোরাপাড়া ভেড়ামারা কুষ্টিয়া। এ কলেজের পরীর্ক্ষী ছিল ৫ জন। শেখপাড়া রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ শৈলকুপা ঝিনাইদহ। এ কলেজের পরীর্ক্ষী ছিল ৬ জন। সাউথবেঙ্গল কলেজ, কেশবপুর, যশোর। এ কলেজের পরীর্ক্ষী ছিল ৩ জন। রাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মাগুরা। এ কলেজের পরীর্ক্ষী ছিল ২ জন। গোবরা মহিলা কলেজ, নড়াইল। এ কলেজের পরীর্ক্ষী ছিল ২ জন ও শিবরামপুর স্কুল এন্ড কলেজ মাগুরা। এ কলেজের পরীর্ক্ষী ছিল ১ জন।তবে এসব কলেজগুলো এমপিওভুক্ত নয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। তিনি বলেন, এ ব্যর্থতার কারণে ওইসব কলেজকে শো’কজ করা হবে। যথাযথ জবাব দিতে না পারলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। একইসাথে বোর্ডের অধিনে খুলনা বিভাগের ৩৯টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ।

আরো পড়ুন

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ