প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বেলজিয়ামের রানি

আরো পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানি। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন রানি মাথিল্ডে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সফরের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রানি প্রথমে ৩ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের একটি লার্নিং সেন্টারে পরিদর্শন করে তাদের শিক্ষাদান পদ্ধতি দেখেন। লার্নিং সেন্টারের রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন। এরপর ৪নম্বর ক্যাম্পে গাছের চারা রোপণ করেন। ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম গুলো ঘুরে দেখেন তিনি।

তিন দিনের সফর শেষে আজ (৮ ফেব্রুয়ারি) নিজ দেশে ফেরি যাওয়ার কথা রয়েছে বেলজিয়ামের রানির।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ