সালাহউদ্দিনের বিস্ফোরক মন্তব্যের পর একের পর এক আশার কথা শোনাচ্ছেন দেশি কোচেরা। রংপুরের কোচ সোহেল ইসলামের পর এবার দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল।
শনিবার সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন জানিয়েছিলেন বিপিএলে দেশি ক্রিকেটারদের কমনসেন্সের অভাব রয়েছে। এই কথার জেরে সোহেল জানিয়েছিলেন কোচের পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটার তৈরি করতে ব্যর্থ, এছাড়াও ক্রিকেটারদের উন্নতির কথাও জানান তিনি। এবার মিজানুর জানালেন বিপিএলে ডমিনেট করছে দেশি ক্রিকেটাররাই।
রবিবার কোনো ম্যাচ না থাকলেও অনুশীলন সেরেছে ফরচুন বরিশালের ক্রিকেটাররা। অনুশীলনের মাঝে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। জানান, এবারের বিপিএলে দেশিরাই রাজত্ব করছেন।
তিনি বলেন, আসলে বিষয়টি এমন না (সালাহউদ্দিনের প্রসঙ্গ)। আপনি খেয়াল করলে দেখবেন অন্যান্য আসরের চেয়ে এবার আমাদের দেশের ক্রিকেটারটা ডমিনেট করছে৷ বিশেষ করে সিলেটের উপরের দিকের ব্যাটাররা। এছাড়াও তানভীর, মাহাদীরা ভালো করছে। এভাবে হতাশা প্রকাশ করে লাভ নেই। আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। ব্যাটিং, বোলিং সব বিভাগের আমাদের ছেলেরা এবার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছে।
মিজানুরের কথার যথেষ্ট ভিত্তিও রয়েছে। চলতি আসরে সেরা পাঁচ রান সংগ্রাহকের চার জনই দেশি ক্রিকেটার। শীর্ষে তৌহিদ হৃদয়, দুয়ে শান্ত৷ তালিকায় রয়েছেন সাকিব, নাসির ও একমাত্র বিদেশি হিসেবে রয়েছেন নাসির হোসেন।
তেমনি বোলিংয়ে ক্ষেত্রেও। ১৬ উইকেট নিয়ে শীর্ষে নাসির হোসেন। তালিকায় ২ বিদেশির সঙ্গে রয়েছেন দুই দেশি পেসার রেজাউর রাজা ও হাসান মাহমুদ।

