জয়পুরহাটের আক্কেলপুরে ক্লাসে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ার অভিযোগ তুলে এক শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ওই ছাত্রীর মুখে ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। পরে ওই শিক্ষক কৌশলে পালিয়ে যান।
বুধবার উপজেলার রাইকালি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম আব্দুস সালাম মানিক। তিনি রাইকালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, গ্রামের মানুষ ও অভিভাবকরা ওই শিক্ষককে আটকে রেখে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। পরে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যান।
এলাকাবাসী বলেন, ওনারা তো পড়াতে এসেছেন। গ্রামে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। ওনার ঘরেও তো মহিলারা রয়েছেন। বাচ্চা মেয়েদের সঙ্গে এসব কী ধরণের আচরণ। আমরা ওনার শাস্তি চেয়েছি। শুনেছি বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উনি যেন এই স্কুলে আর পড়াতে না আসেন, সেটা আমরা পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে মন্তব্য জানতে রাইকালি উচ্চ বিদ্যলয়ে প্রধান শিক্ষক বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনা শুনেছি। আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

