ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন

আরো পড়ুন

ঢাকার উত্তরায় ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মোহাম্মদ আব্দুর রশীদ মারা গেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উত্তরার ৮ নম্বর সেক্টর রেলগেটে এলাকায় রাত আনুমানিক সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ি থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগ পাওয়া গেছে। সবজিসহ বিভিন্ন পণ্য ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি রেলগেটের পাশে বাজার থেকে পণ্য কিনে বাসায় ফিরছিলেন। হয়তো রেললাইন পার হতে গিয়ে টঙ্গীগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।

আত্মীয়স্বজনের বরাত দিয়ে এসআই জানান, আব্দুর রশীদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার স্ত্রী-সন্তানরা কানাডায় বসবাস করেন। এখানে তিনি একাই থাকতেন।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ