গাজীপুরে কেক ও প্যাটিস খাওয়ার পর দুই বোনের মৃত্যু, গ্রেফতার ৪

আরো পড়ুন

গাজীপুরে কেক ও প্যাটিস খেয়ে দুই বোনের মৃত্যু এবং ছয় মাসের শিশু অসুস্থ হওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে। সোমবার দুপুরে মৃত শিশুদের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করার পর ওইদিন রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ সালনা এলাকার লাবু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মিশু মিয়ার ছেলে সোহেল রানা (৪৮), একই জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামের দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)। তাদের মধ্যে সাইফুল ইসলাম দোকান মালিক এবং অন্যরা বেকারির কর্মকর্তা ও কর্মচারী।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাফি মোহাইমেন বলেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক এরশাদ হোসেন বলেন, নানি মনোয়ারা বেগম নাতনি আশামণি (৬) ও আলিফা আক্তারকে (২) দেখাশোনা করতেন। বাবা আশরাফুল মেয়েদের কেক ও প্যাটিস কিনে দিয়ে বাইরে চলে যান। কেক খাওয়ার কিছুক্ষণ পর আশামণি বমি এবং আলিফা চিৎকার শুরু করে। একই সময়ে তাদের সঙ্গে কেক খাওয়া আলপনা আক্তারের (১২) কিছু হয়নি। তাদের ফুফাতো ভাই শিশু সিয়াম (ছয় মাস) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর থানার ওসি জানান, আশরাফুল ইসলাম সপরিবারে সালনা (ইপসা গেট) এলাকার এরশাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী চাকরি করলেও তিনি চাকরি ছেড়ে গত ছয় মাস যাবৎ বাড়িতেই থাকেন। রবিবার সকাল সাড়ে ১০টায় দুই মেয়ে মজা খাওয়ার আবদার করলে বাবা আশরাফুল স্থানীয় সাইফুল ইসলামের দোকান থেকে কেক ও প্যাটিস কিনে তাদের খেতে দেন। খাওয়ার কিছুক্ষণ পরই বড় মেয়ে আশামণি বমি করতে থাকে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড় বোনের মৃত্যুর একঘণ্টা পর ছোট বোন আলিফা আক্তারও অসুস্থ হয়ে মারা যায়।

তিনি আরো জানান, কেক ও প্যাটিস খেয়ে মারা যাওয়া দুই বোনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় একসঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। পূর্বশত্রুতা, পারিবারিক কলহসহ এবং খাদ্যে বিষক্রিয়ার উৎস খুঁজছে পুলিশ। কয়েকটি বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, অভিযোগ উঠেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের মহানগরের সালনা (ইপসা গেট) এলাকায় কেক ও প্যাটিস খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় দুই বোন আশামণি ও আলিফা আক্তারের।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ