যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় পুরাতন ঘরে দেয়ার ধসে তিন বছরে শিশুর নিহত হয়েছে। রবিবার (২৯জানুযারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হৈবতপুর ইউনিয়নের ঢহোরপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত হয়েছেন, ওই গ্রামের সোহেলের মেয়ে তিয়াসা (৩)।
পারিবারিক সূত্রে, সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মা দেয়াল টুপিকে পার হচ্ছিল। এসময় দেয়াল ধসে শিশুর গায়ে পরে আহত হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ঘরে দেয়ার ধসে তিয়াসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জাগো/আরএইচএম


Your article helped me a lot, is there any more related content? Thanks!