গাজীপুরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ জানুয়ারি) ভোরে সিটি করপোরেশনের বাইমাইলের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাম এলাইচ লিজার বাড়ি টাঙ্গাইলের গোপালগঞ্জ উপজেলায়। একই উপজেলার আলমনগর এলাকার মাসুদ রানার স্ত্রী তিনি।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, কোনাবাড়ী থানার বাইমাইলে একটি ভাড়া বাসায় থাকতেন মাসুদ রানা ও লিজা। মাসুদ পেশায় রংমিস্ত্রি। লিজা কাজ করতেন পোশাক কারখানায়। রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে চিৎকার শুনে মাসুদের বাসায় যান বাড়িওয়ালা। গিয়ে দেখেন লিজা রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন।
দ্রুত তাকে কোনাবাড়ী স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ দেখে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে মাসুদ রানা তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

