বাগেরহাটে দুটি হরিণের চামড়া উদ্ধার

আরো পড়ুন

বাগেরহাটের শরণখোলায় বসত বাড়ি থেকে হরিণের দুটি চামড়া জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের তানজির বয়াতির বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।

তবে এসময়ে কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চামড়া দুটি সংরক্ষণের প্রক্রিয়া চলছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানজির বয়াতির বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হরিণের চামড়া দুটি সংরক্ষণ ও হরিণ শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে বনবিভাগের অভিযান চলছে বলেও জানান এই বন কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ