বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান

আরো পড়ুন

নরসিংদী সদরের ভেলানগর বাজারে মুদি, জুতা ও কাপড়পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে মোট ৮টি দোকান। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে আছে জুতার দোকান, কাপড়ের দোকান, কনফেকশনারি ও মুদিদোকান। মার্কেটটির ব্যবসায়ীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আজ ভোররাত সোয়া চারটার দিকে মার্কেটটির একটি মুদিদোকানে আগুন দেখতে পান বাজারে অবস্থান করা লোকজন। তাৎক্ষণিকভাবে তাঁরা আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে আরও বড় হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটটির অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস বলছে, আজ ভোররাত ৪টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে শিবপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপর তিনটি দোকানের আংশিক পুড়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডে আটটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ