ময়মনসিংহের ৬ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড

আরো পড়ুন

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের পলাতক ৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ মামলার রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন মোখলেসুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।

২০১৭ সালের ২৬ জানুয়ারী এ মামলার তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত সংস্থা অনুসন্ধান কাজ শেষে প্রতিবেদন জমা দেয়। পরের বছর ২০১৮ সালের ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় ১৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমান রেখেছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ