অবসরের পর সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচন করার সুযোগ কেন নয়

আরো পড়ুন

অবসরের তিন বছর পার না পর্যন্ত সামরিক, বেসামরিক ও সরকারি চাকরিজীবীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব ও লালমনিরহাট জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সদ্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক, বেসামরিক ও সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, অবসরের তিন বছর অতিবাহিত না হলে সরকারি চাকরিজীবীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ