ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আরো পড়ুন

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে মারধরের ঘটনায় দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (২৮) ও নুরুল হুদা জুনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৩০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

আহত মুফিজ উদ্দিন (২১) একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে রাতে খেলছিল একদল কিশোর। সে সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাট নিয়ে খেলার চেষ্টা চালান। তখন এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে এক কিশোর তাদের সঙ্গে অশালীন আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করেন। এরপর আতিক বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাতো ভাই মিজানসহ অন্যরা ধারালো দা, ছুরি নিয়ে বের হন। পথে কায়সার ও সাইদুলকে পেয়ে তাদের ওপর হামলা চালান তারা।

নিহত সাইদুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন কোর্ট থেকে চলে আসার পর তিনি ও তার বড় ভাই সাইদুল ইসলামসহ কয়েকজন লারপাড়াস্থ বোন জামাইয়ের দোকানের সামনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের ছেলে জয়নাল আবেদীন (৩০), তার ভাই আতিক হোসেন ও কামাল হোসেন এবং একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান দলবলে এসে সাইদুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে দুজনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান কায়সার ও সাইদুল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ছুরিকাহত হওয়া তিনজনকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হোসেন বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন (৩২) ও তার ভাই কামাল উদ্দীন (৩০) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে খুনে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) এবং লোহার রড উদ্ধার করে পুলিশ। বাকিদের ধরতে কাজ চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ