ক্রিকেট বোর্ডের মতে সেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সঠিকই ছিল

আরো পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন সমালোচনার আসর। ঢাকা পর্ব থেকে একাধিক বিতর্কিত ঘটনার পর চট্টগ্রাম পর্বেও সেই একই চিত্র। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ম্যাচ শেষে কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন হতাশা প্রকাশ করেছেন। এবার সেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এডিআরএস থেকেও ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে কুমিল্লা। ১৪তম ওভারে ইফতিখার আহমেদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের আলি। শুন্য রানে আউট হওয়া জাকের রিভিউ নিলে এডিআরএসে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ হয়েছে। স্বাভাবিকভাবেই এটি নট আউট হওয়ার কথা। কিন্তু তৃতীয় আম্পায়ারও বহাল রাখেন অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। ফলে মাঠ ছাড়তে হয় জাকেরকে। যাতে অবাক হয়েছেন ম্যাচের ধারাভাষ্যকাররা সহ আরো অনেকেই।

সমালোচনার জেরে রাত ১১ টার কিছুক্ষণ পর সেই আউট নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকেরের সেই আউট বিপিএলের নিয়ম অনুযায়ী হয়েছে বলেই নিশ্চিত করে টাইগার ক্রিকেট বোর্ড। বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল।

এই প্লেয়িং কন্ডিশনে দেখা যায়, পরিশিষ্ট ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে।

গতকাল বিতর্কিত সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত লড়াই করেও ১২ রানে হারে কুমিল্লা। এ নিয়ে এবারের আসরে টানা তৃতীয় হারের মুখ দেখল ইমরুল কায়েসের দল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ