ঘন কুয়াশা আর সড়কে তীব্র যানজটের কারণে উড়োজাহাজ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ ব্যাহত হয়। পাশাপাশি ইজতেমার কারণে এয়ারপোর্ট সড়কে উড়োজাহাজের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। কেউ কেউ মালামাল নিয়ে হেঁটে বিমানবন্দরের দিকে যান।
বিমানবন্দর সূত্র জানায়, আজ সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি ফ্লাইট উড্ডয়ন-অবতরণ শিডিউল ব্যাহত হয়। এর মধ্যে ছয়টি ফ্লাইট সময় মতো নামতে না পেরে দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে সময় পার করেছে। শেষ পর্যন্ত দুটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেট ও কলকাতায় অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সকালে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এর ফলে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ ভারতের কলকাতায় এবং মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সিলেটে অবতরণ করে।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক সূত্র জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ১০টায় কুয়াশার কারণে কাতার এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, সালাম এয়ার, ভিস্তারা এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিতে হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর বিলম্বে সেগুলো অবতরণ করে। এজন্য পাঁচটি ফ্লাইট অবতরণের কারণে ইউএস-বাংলা ফ্লাইট উড্ডয়নেও বিলম্ব হয়।
বিমানবন্দরের অপর এক কর্মকর্তা বলেন, কুয়াশা কেটে গেলে রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পায়। এজন্য রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষাকৃত ফ্লাইটগুলোর জট দেখা যায়।
এদিকে ইজতেমার কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন উড়োজাহাজের যাত্রীরা। সময়মতো ফ্লাইট ধরতে তাদের লাগেজ নিয়ে হেঁটে যেতে দেখা যায়। বিভিন্ন ফ্লাইটের পাইলট ও ক্রুরাও এই যানজটের ভোগান্তিতে পড়েন। তাদের বিকল্প পথে বিমানবন্দের নেওয়ার ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, যানজটের বিষয়টি মাথায় রেখে তারা পাইলট-ক্রুদের বিকল্প পথে বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ান থেকে বামের লেন ধরে ভেতর দিয়ে পাইলট ও ক্রুদের বিমানবন্দরে পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন তিনি। এলাকাটি সংরক্ষিত হওয়ায় ওই লেনটি বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছতে সাময়িকভাবে এই ব্যবস্থা করা হয়েছে।
খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক জানান, বিশ্ব ইজতেমার কারণে বুধবার গভীর রাত থেকে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হয়। টঙ্গী এলাকা থেকে গাড়ি সামনের দিকে এগোতে পারছে না। এজন্য এর প্রভাব রাজধানীতেও পড়েছে। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।

