নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি২০-কে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে সম্পৃক্ত করার মাধ্যমে আরো অর্থবহ করার প্রতিশ্রুতির জন্য এর প্রেসিডেন্ট দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির আহ্বানে ‘ভয়েস অফ দ্য সাউথ সামিট’ অনুষ্ঠান চলছে। এর ‘মানবকেন্দ্রিক উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানান মোদি।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ইন্যাগুরাল লিডারস সেশন নামক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ভাষণ দেন। এ সময় তিনি মোদিকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন যে এই সম্মেলন বাংলাদেশকে বিশ্বজুড়ে তাদের সমকক্ষদের সঙ্গে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ করে দেবে।

বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গ্লোবাল সাউথের একটি দেশ, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ ধারণার আওতায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য জি২০-এর প্রেসিডেন্ট হিসেবে ভারতের দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায়।

শেখ হাসিনা জি২০ সংগঠনের সভাপতি হওয়ার জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান।

এদিন প্রধানমন্ত্রী জি২০ জোটের সামনে ছয়টি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিকে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপট) বিবেচনায় নিয়ে-একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়।

গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসরে ভারত আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য এই সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে। ১ ডিসেম্বর থেকে দায়িত্বপালন শুরু করে দেশটি। দায়িত্ব নিয়ে এ সংগঠন আরো গতিশীল ও অর্থবহ করার প্রতিশ্রুতি দেয় দিল্লি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ