পাকিস্তানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

আরো পড়ুন

চরম অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তানকে সহায়তার জন্য দেশটিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিনিয়োগের পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকেও ৫০০ কোটি ডলার আমানত রাখার পরিকল্পনা করছে সৌদি আরব।

দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান সরাসরি এ বিনিয়োগের বিষয়টি দেখভাল করছেন। তিনি এ নিয়ে যাচাইবাছাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে দায়িত্বও দিয়েছেন। গত বছরের আগস্টে পাকিস্তানকে এক বিলিয়ন ডলার দেয় সৌদি। এর আগে ২০২১ সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে তিন বিলিয়ন ডলার আমানত রাখে দেশটি।

দক্ষিণ এশিয়ার দেশটির বর্তমান রিজার্ভ ৬০০ কোটি ডলারের কম, যা গত আট বছরে সর্বনিম্ন। এছাড়া পাকিস্তানে গত বছরের ভয়াবহ বন্যার পর মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে। বন্যায় দেশটিতে ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

জাতিসংঘ ও পাকিস্তান সরকার সোমবার একটি যৌথ বৈঠক আয়োজন করে। সেখানে সৌদিসহ অন্যান্য দেশ পাকিস্তানকে ৯০০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ