খুলনায় জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২

আরো পড়ুন

খুলনার আরংঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরিকারী ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল জামান (২৯) ও জাহিদুল ইসলাম (৫২)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফুলতলার দামোদর এলাকায় অভিযান চালিয়ে টাকা তৈরির প্রিন্টার, লেমিনেটিং মেশিন, জাল টাকা তৈরির ডাইস, হেয়ার ড্রায়ারসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোট ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল মুদ্রাসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খুলনায় র‌্যাব-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, শীতে দেশের বিভিন্ন প্রান্তে যেসব মেলা হয় সেখানে এই জাল টাকাগুলো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন তারা। আমরা এই ঘটনার মূল হোতা জুয়েল ও তার স্ত্রীকে এখনো গ্রেফতার করতে পারিনি। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ