যশোর সদর উপজেলার বি-পতেঙ্গালী এলাকায় কমল চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে ডিবি। এসময় ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারী) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বছরের ২৭ নভেম্বর রাত আড়াইটার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন জনৈক কমল চক্রবর্তীর বাড়িতে একদল অজ্ঞাতনামা ডাকাত ডাকাতি করে বোমা বিস্ফোরণ করে এলাকার জনসাধারণকে আহত করে এবং বাদীকে লোহার রড দ্বারা আঘাত করে মাথা ফাটিয়ে ডাকাতি সংঘটন করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুন্ঠণ করে নিয়ে যায়। এই ঘটনায় কমল চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী মডেল থানার মামলায় মামলা করেন। এরপর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার পূর্বক লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে। একপর্যায়ে ডিবি ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুইটি টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যশোর জেলায় সিরিজ ডাকাতির ঘটনায় মোট ১৯ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধার করে। বি-পতেঙ্গালীর ঘটনায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আলীম তদন্তভার গ্রহণ করে ঘটনায় জড়িত সন্দেহে মণিরামপুর থানার মামলায় গ্রেফতারকৃত ৯ জন আসামিদের গ্রেফতার দেখিয়ে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তথ্য প্রদান করে লুন্ঠিত স্বর্ণালংকার বিক্রয়ের তথ্য দেয়। মামলাটি পরবর্তীতে কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম তদন্তভার গ্রহণ করে হাজতী আসামি গোলাম রসুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। শনিবার (৭ জানুয়ারী) গোলাম রসুলকে পুলিশ রিমান্ডে এনে ডিবি ও থানা পুলিশ যৌথ জিজ্ঞাসাবাদে গোলাম রসুল লুন্ঠিত স্বর্ণালংকার বিক্রয়ের কথা স্বীকার করলে তার দেয়া তথ্যমতে রবিবার (৮ জানুয়ারী) বিকালে ওসি তাজুল ইসলামের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ নড়াইল কালিয়া থানাধীন কালিয়া বাজারে পলাশ জুয়েলার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিক গোলক স্বর্ণকারকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ২ ভরি ২ আনা ২ রতি স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত জব্দ করেন।
আটককৃত গোলাম রসুলের বাড়ি খুলনা জেলায় ও গোলক স্বর্ণকারের বাড়ি নড়াইলে।

