বাদপড়া শিক্ষকরাও প্রশিক্ষণ পাবেন: মাউশি ডিজি

আরো পড়ুন

নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সারাদেশে ২ লাখ ৮০ হাজার শিক্ষক শুক্রবার থেকে প্রশিক্ষণ শুরু করেছেন। যদিও শিক্ষকদের অনেকে অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে তথ্য দিয়েও তারা নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণের জন্য মনোনিত হননি। যদিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক ডিজি অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, নতুন শিক্ষাক্রমের ওপর সব শিক্ষক প্রশিক্ষণ পাবেন। যদি কোনো শিক্ষক বাদ পড়ে যান তবে তাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শুক্রবার রাতে এ মন্তব্য করেন মহাপরিচালক।

যেসব শিক্ষক প্রথম ধাপে প্রশিক্ষণ পাচ্ছেন না তারা কি আগামীতে প্রশিক্ষণ পাবেন কি না।

এ নিয়ে জানতে শুক্রবার রাতে মাউশির ডিজি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের প্রশিক্ষণ সব শিক্ষক পাবেন। যদি কোনো শিক্ষক প্রশিক্ষণ থেকে বাদ পড়ে যান তবে তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সব শিক্ষককেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

শুক্রবার শিক্ষকরা প্রথম দিনের প্রশিক্ষণ নিয়েছেন। কনকনে শীত উপেক্ষা করে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ