সেরার তালিকায় থাকতে চান তাসকিন আহমেদ

আরো পড়ুন

ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। স্কোয়াডে থাকলেও চোট শেষ পর্যন্ত তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে এমন ঘটনার নজির কম না। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে সেরা বোলারদের তালিকায় থাকতে চান তাসকিন। নেটে পরিশ্রম করছেন তিনি সে লক্ষ্যেই।

জাতীয় দলের জার্সিতে ভালো সময় কাটালেও সদ্য সমাপ্ত ভারত সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলা হয়নি তারকা এই পেইসারের। তবে ঠিকই তিনি ছিলেন টেস্টে।

গত বছর দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন বিধ্বংসী বোলিং দিয়ে জায়গা করেও নিয়েছিলেন উইজডেনের বছরের সেরা স্পেল করা তৃতীয় বোলার হিসেবে।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসন্ন এই আসরে ঢাকা ডমিনেটর্সের হয়ে মাঠে নামবেন তাসকিন। দলটির আইকন ক্রিকেটারও তিনি।

গেল বছরের দুর্দান্ত ফর্ম তাসকিন ধরে রাখতে চান চলতি বছরেও। দুর্দান্ত বোলিং করে বিপিএলের সেরা উইকেটশিকারী হওয়ার লক্ষ্য ডানহাতি এই পেইসারের।

বুধবার হোম অফ ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তাসকিন।

তিনি বলেন, ইচ্ছা আছে টপ উইকেট টেকার বোলারদের মধ্যে থাকার। সবসময় চাইব আমার কিছু ম্যাচ উইনিং স্পেল যেন থাকে এবং কন্ট্রিবিউশন থাকে এটাই ইচ্ছা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ