ট্রেনের ধাক্কায় বাস উল্টে সুপারভাইজার নিহত, আহত ২০

আরো পড়ুন

সিরাজগঞ্জ সদরে রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ বাসযাত্রী। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুপারভাইজার বাবুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সদরের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে সদর উপজেলার কড্ডা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই শাহিন মাহমুদ জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে মহাসড়কে ওঠার জন্য কড্ডা রেলক্রসিং এলাকায় পৌঁছে। সিগন্যালের ব্যারিয়ার নামানো না থাকায় চালক লাইন অতিক্রম করছিলেন। একই সময়ে ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপরে থাকা বাসটিকে ধাক্কা দেয়।

এতে বাসটি ছিটকে পাশের রাস্তার ওপরে উল্টে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ