নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ লাইন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সোমবার সকালে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হল এসএসসির ৩১২ জন,জেএসসির ৪৯ জন ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ১৫ জন।
প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি বলেন যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছো। তোমাদের আরো ভাল ভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে করে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তোমরা অবদান রাখতে পার। আর যেখানেই থাকো না কেন, বিদ্যালয়ের দিকে তোমাদের সুনজর থাকে।
পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ কুমার নন্দি, অনুভূতি ব্যক্ত করেন এসএসসির কৃতি শিক্ষার্থী সামিয়া নওশীন,মোনতাসিন সিদ্দক প্রমুখ।
জাগো/আরএইচএম

