বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

আরো পড়ুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) নামে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬- তে এ ঘটনাটি ঘটে।

নিহত শফি উল্লাহ একই ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ