কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ শিশুটিকে ক্যাম্প অভ্যন্তরে আইওএম’র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছে লম্বাশিয়া ক্যাম্প ২ ওয়েস্ট এর বাসিন্দা জানে আলমের (সাব মাঝি) ছেলে মোবারক (৪)।
জানা যায়, দুই গ্রুপের মধ্যে প্রায় ১০-১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। ওই সময় রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়।
বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এপিবিএন সদস্যরা জানিয়েছেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
জাগো/আরএইচএম

