পুনরায় বিশ্বকাপ খেলার জবাবে ফ্রান্সকে যা বললো আর্জেন্টিনা

আরো পড়ুন

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে লিওলেন মেসির আর্জেন্টিনা। ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যেন শান্তি পাচ্ছে না ফ্রান্স।

আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার পরই পুনরায় বিশ্বকাপ খেলার আহবান জানিয়ে পিটিশন করেছে ফ্রান্স।

নতুন করে ফাইনাল আয়োজনের জন্য এখন পর্যন্ত ফ্রান্স ২ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। ফ্রান্সের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি আর্জেন্টাইন জাতীয় দল। ভ্যালেনটিন গোমেন নামের একজন আর্জেন্টিনার জাতীয় দলের সমর্থক টুইটারে ফ্রান্সকে এর পাল্টা জবাব দিতে একটি উদ্যোগ নিয়েছেন।

ভ্যালেনটিন গোমেন নামের ওই ভক্ত টুইটারে লিখেন, “যদি ফরাসিরা বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য স্বাক্ষর সংগ্রহ করে, আমি প্রস্তাব করছি যে আমরা আর্জেন্টাইনদের ঐক্যের মুহূর্তটির সদ্ব্যবহার করি এবং স্বাক্ষর সংগ্রহ করি যাতে ফরাসিরা কান্না বন্ধ করে এবং স্বাক্ষরের বিশ্বকাপ জিততে পারে।“

গোমেনের এমন উদ্যোগের পর কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার স্বাক্ষর পড়ে। যারা ফ্রান্সের বিরুদ্ধে পিটিশন করার জন্য অনুমতি দিয়েছে। অন্যদিক গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পিটিশন বাতিল করতে আর্জেন্টিনাও স্বাক্ষরের আবেদন জানালে প্রায় ৬৫ হাজার মানুষ এতে স্বাক্ষর প্রদান করেন।

একজন মন্তব্য করেন, “যখন থেকে আমরা বিশ্বকাপের ফাইনালে তাদের পরাজিত করেছি, তখন থেকেই ফরাসিরা কান্না থামায়নি। এবং আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এটা তারা মেনে নিতে পারছে না।”

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ