কুষ্টিয়ার দৌলতপুরে মাটিবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ইরফান (৩৪) ও আশিক (২৪)। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আশিক পার্শ্ববর্তী মৌবাড়িয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি মজিবুর বলেন, দুই যুবকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
জাগো/আরএইচএম

