হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

আরো পড়ুন

সম্ভাবনা জাগল কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না। প্রতিপক্ষের দ্রুত উইকেট তুলে নেওয়া দরকার ছিল। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সেটাই করলেন। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না বাংলাদেশ। শ্রেয়াস আইয়ারকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ১ রানে জীবন পাওয়া রবিচন্দ্রন অশ্বিন ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আগের দিন ৪ উইকেটে ৪৫ রান তুলে ভারত। চতুর্থ দিন প্রথম ঘণ্টায় তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দলটি। তবে অশ্বিন ও আইয়ার অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করে নেন।

অশ্বিন ৬২ বলে ৪২ ও আইয়ার ৪৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া চারে নামা অক্ষর প্যাটেল ৬৯ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেটে নেন। ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ভারত করেছিল ৩১৪ রান। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে গুটিয়ে গেলে ভারত পায় ১৪৫ রানের লক্ষ্য। সেই লক্ষ্যটাই একটা পর্যায়ে বেশ বড় মনে হচ্ছিল।

দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজ অবশ্য ২-১ এ জিতে নিয়েছিল টাইগাররা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ