আইপিএলে দল পেয়েছেন সাকিব ও লিটন

আরো পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। বাংলাদেশের দুই তারকাই খেলবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে।

শুক্রবারের নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন দেড় কোটি রুপি ভিত্তি মূল্যের সাকিব ও ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের লিটন।

এবারের আইপিএল মৌসুমের সময় বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে ব্যস্ত থাকবে। খেলোয়াড়রা আইপিএলের পুরোটা খেলতে পারবেন না। সে কারণে বাংলাদেশ থেকে খেলোয়াড় কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

তবে দ্বিতীয় রাউন্ডে দুই জনকেই তাদের ভিত্তি মূল্যে টেনে নেয় কেকেআর। আয়ারল্যান্ড সফর থাকায় হয়তো কলকাতার হয়ে টুর্নামেন্টের শুরুতে শুধু খেলতে পারবেন দুই তারকা।

আইপিএলের এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের সিম বোলিং অলরাউন্ডার স্যাম কারেন। ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তিনি যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে।

এটাই আইপিএলে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। এর আগে সাউথ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।

কারেনের পর সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন ক্যামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডারকে কিনেছে মুম্বাই ইনডিয়ানস। আর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ১৬ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানকে ১৬ কোটি রুপিতে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস। ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুকসকে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি মূল্যের তিন খেলোয়াড় বিক্রি হয়েছেন এবারের নিলামে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ